ঘোড়ার ডিম
মহা পণ্ডিত লিখতে এসেছে কবিতা
ক- দিয়ে কতকগুলি অপরিচিত কঠিন শব্দ
বি- দিয়ে বিছিয়ে দেয় সেগুলি পাতার উপর
তারপর বসে পড়ে মুরগীর মতন
আর দিতে থাকে একনাগাড়ে তা
যা বেড়িয়ে আসে তাতো মুরগীর ছানা নয়
আস্ত এক ঘোড়ার ডিম ।
Abdul Wahab
Tags Abdul Wahab Literary Literature Mohammad Daeizadeh Poem Poet Poetry ادبی ادبیات اشعار محمد دایی زاده ঘোড়ার ডিম - Abdul Wahab ঘোড়ার ডিম by Abdul Wahab